1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

হেফাজত নেতা ফেরদাউসুরের শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহরে ছাদখোলা গাড়িতে শোডাউন করেছে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। এ সময় তিনি জোট থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশার কথাও জানান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শহরের খানপুর এলাকা থেকে মিছিলটি চাষাঢ়া হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে মাওলানা চাষাঢ়ায় ফেরদাউসুর রহমান বলেন, “মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু দল ও দেশি-বিদেশি চক্রান্ত চলছে। এই চক্রান্ত প্রতিহত করে জনগণের আকাক্সক্ষার সেই নির্বাচন জমিয়ত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে যদি জোট আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তবে তার পক্ষেই কাজ করবো।”

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্য ভালো নেই মন্তব্য করে তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ দুঃখ-কষ্টের মধ্যে আছে। আমারা যে কোন পরিস্থিতিতে সামনে থেকে নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।”

বিগত আওয়ামী লীগের সময়ে মাওলানা ফেরদাউসুর রহমানের সাথে ওসমান পরিবারের ঘনিষ্ঠতা ছিল। প্রায়ই এক মঞ্চে দেখা যেত মাওলানা ফেরদাউসুর ও শামীম ওসমানকে। ফতুল্লার আলীরটেকে জমিয়তে উলামার এক অনুষ্ঠানে ফেরদাউসুর রহমানকে ভাই বলেও সম্বোধন করেন শামীম ওসমান। তিনিও হাসমিুখে সে সম্বোধন গ্রহণ করেছিলেন। এরপর থেকেই শামীম ওসমানের ‘ছোটভাই’ হিসেবে পরিচিত পান তিনি। এছাড়া রাজনৈতিক অঙ্গণেও ওসমানদের হয়ে তাকে বিভিন্ন সময় কথা বলতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

গত বছর ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা ফেরদাউস আওয়ামী লীগ ও ওসমানদের দোসর বলে প্রচারণা দেখা যায়। ওসমান পরিবারের সাথে ও তাদের নির্বাচনী প্রচারণায় তার একাধিক ছবিও প্রকাশিত হয়। ফেরদাউসুর রহমানকে ‘ওসমান দোসর’ বলে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতারাও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট