যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর গোরস্তান এলাকায় চলছে মাদক ব্যবসায়ী জিলানীর রমরমা মাদক ব্যবসা। ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে মাদক ব্যবসায়ী জিলানী ও তার সহযোগীরা। আর পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী ও মাদক সেবীরা। ফলে কিছুতেই থামানো যাচ্ছে না মাদক ব্যবসায়ী জিলানীর এই ব্যবসার প্রসারতা।
জানা যায়,নারায়ণগঞ্জ মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি ও হিলফুল ফুজুল নূরে তাজাল্লী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার সিল লাগিয়ে মাসদাইর গোরস্তান এলাকায় প্রকাশ্যে কয়েক বছর যাবত মাদক ব্যবসা করে আসছেন জিলানী ফকির।
এছাড়া আরো জানা যায়, মাদক ব্যবসা করে জিলানী ফকির এত টাকা কামিয়েছে যে প্রশাসনের হাতে একাধিকবার আটক হলেও জামিনে বের হয়ে ফের শুরু করেন তার মাদক ব্যবসা। তার মাদক কেও বিক্রি করতে না চাইলে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, মাদকের খুচরা ও পাইকারীসহ হোম ডেলীবারি সার্ভিস দিয়ে থাকে মাদক ব্যবসায়ী জিলানী ফকির।
মাদক ব্যবসায়ী জিলানীর খুব কাছের এক ঘনিষ্ঠ সহযোগী জানায়, মাদক হোম ডেলিভারী করা ও পাইকারী বিক্রয় করাই জিলানী ফকিরের মূল ব্যবসা।
এলাকাবাসীর অভিমত, একাধিক মাদক মামলার আসামি থাকার পরও জিলানী অনেকটা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাদক ব্যবসা এবং এলাকা বিস্তৃত হয়ে উঠছে মাদকের স্বর্গরাজ্যে। মাদক ব্যবসায়ী জিলানী ও তার সহযোগীদের ভয়ে কেউ এসবের বিরুদ্ধে থানায় পুলিশের কাছে অভিযোগ দিতেও সাহস পায় না বলে জানায় মাসদাইর গোরস্তান এলাকার স্থানীয় বাসিন্দাগন।
তাই স্থানীয় এলাকাবাসী মাদক ব্যবসায়ী জিলানী ফকিরকে গ্রেপ্তারের দাবিতে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত