যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জামায়াত ইতোমধ্যে এদেশের মানুষের মনের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। মানুষ বিশ্বাস করে জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে। তাই আগামীতে জামায়াতকে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরী কার্যালয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী কমিটির সদস্য সচিব ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৪ ও ৫ নির্বাচনী কমিটির পরিচালক ও মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা বশিরুল হক ভূঁইয়া, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।