যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
তিনি বলেন, শুক্রবার রাতে বন্দরের পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্জলের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাসুদ ওরফে মাছুম (৫০) ও যুবলীগ নেতা বাপ্পী (৩৫)।
পুলিশ জানায়, মাসুদ দড়ি সোনাকান্দা এলাকার প্রয়াত বসির মিয়ার ছেলে এবং বাপ্পী নবীগঞ্জের মাজহারুল ইসলামের ছেলে।
মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বন্দর খেয়াঘাটে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। ওই হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদও জড়িত ছিলেন। অন্যদিকে, বন্দরের শাহী মসজিদ এলাকায় আন্দোলনকারীদের পানি খাওয়ানোয় একটি গ্যারেজে হামলায় অংশ নেন যুবলীগ নেতা বাপ্পী।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বন্দরে ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত