যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের উপর হামলা এবং মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। এই সময় জিসান ও ফয়সাল নামের দুই মোটরসাইকেল আরোহীর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
কুমিল্লার লালমাই উপজেলার জিসানের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত কয়েকটি বাইক নিয়ে এসে পথ আটকে হামলা শুরু করে। ওই হামলার সময় ভুক্তভোগীরা জীবন বাঁচাতে দৌড়াতে থাকে।
ভিডিও চিত্র থেকে জানা যায়, জিসান ও ফয়সালকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করা হয়েছে। একই সঙ্গে দুজনকে দা দিয়ে কোপানো হয়েছে। হামলায় জিসানের হাতের একটি আঙুল পড়ে যায় এবং ফয়সালের মাথায় বেশ কয়েকটি সেলাই লাগে। দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ও আইফোন লুট করে নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাক চালকের হেলপার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। আসামীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানায়, ওই হামলার সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের জন্য একাধিক দল মাঠে কাজ করতেছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদী পুলিশ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত