যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর সন্দেহজনক ভূমিকার কারণে বাসের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
যাত্রীদের বরাতে জানা গেছে, বুধবার রাতে কুষ্টিয়া থেকে জিএস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি সাইনবোর্ড এলাকা অতিক্রম করার পর চালক সেটিকে মাহমুদপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থামান।
এ সময় কয়েকজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে যাত্রীদের কাছে মাদক আছে দাবি করে তল্লাশি শুরু করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের স্বর্ণের বালা, গলার চেইন, কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একইভাবে যাত্রী রুবেল হোসেনসহ আরও অন্তত ১৫ জনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। পরে দুর্বৃত্তরা বাস থেকে জালকুড়ি এলাকায় নেমে যায়।
ঘটনার পর যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। যাত্রীদের অভিযোগ, ঘটনার সময় বাসের চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক ছিল। তাদের সন্দেহ, বাসকর্মীরা ডাকাত দলের সঙ্গে জড়িত থাকতে পারে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এটি ছিনতাই নাকি ডাকাতি তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসচালক আরিফুল ইসলাম (৫০), হেলপার আবু সাইদ (৩৫) ও শাওন (১৫) কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে গ্রেপ্তার করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত