যুগের নারায়ণগঞ্জ:
বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর মোটরসাইকেল চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে রিফাত (২৪) ও বন্দর র্যালি আবাসিক এলাকার রানা মিয়ার ছেলে সোহান (২০)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২(৯)২৫নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বন্দর খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত সোমবার (২৫ আগস্ট) বিকেলে বন্দর খানবাড়ি মোড়স্থ মহিউদ্দিন সিদ্দিকীর নিজ বাড়ির গেটের সামনে থেকে ওই মোটরসাইকেলটি চুরি হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত