1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, কাঁচপুরে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), মানব চৌধুরীর স্ত্রী বাচা চৌধুরী (৩৮), মানব চৌধুরীর মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরে বিসিক এলাকায় একটি বাড়ির তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ‘ঘটনার খবর শুনেছি।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আগে খবর পাইনি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট