যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। এ সময় নিহত ও আহতদের পরিবারের হাতে মোট ২ লাখ ৫ হাজার টাকা তুলে দেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম এবং নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে এ অনুদান গ্রহণ করেন।
তানজিরুল ইসলাম জানান, নিহত প্রতি জনের জন্য ২৫ হাজার এবং আহত প্রতি জনের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সে হিসেবে তিনি তার স্ত্রী আসমা বেগম, মেয়ে তোলারাম কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা, শাশুড়ি তাহেরা বেগম ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র আরাফাতের জন্য মোট ৯০ হাজার টাকা পেয়েছেন।
অন্যদিকে নিহত হাসান গাজী, তার স্ত্রী সালমা বেগম, চার বছরের কন্যা জান্নাত, এক মাসের নবজাতক ইমাম উদ্দিন ও আহত কন্যা মুনতাহার জন্য মোট ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে এই অর্থ গ্রহণ করেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। একই সঙ্গে একটি পরিবারের প্রায় সবাইকে হারানো কিংবা একাধিক সদস্য আহত হওয়ার মতো ঘটনা কোনোভাবেই পূরণযোগ্য নয়। একজন প্রশাসক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি এই পরিবারের পাশে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, আজকে আমরা নিহত ও আহতদের পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দিয়েছি। নিহতদের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তা তাদের কষ্ট দূর করতে যথেষ্ট নয় আমরা সেটা জানি। তারপরও আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত