1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা শিল্প নগরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এ সময় লিফলেট বিতরণে অংশ নেন সোনারগাঁ থানা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহানুর মিয়া, দপ্তর সম্পাদক হাসান বসরীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এজন্য তৃণমূলে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট