1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

একজন সুস্থ মা পারে সুস্থ জাতি উপহার দিতে-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা জানি সুস্থ দেহে সুস্থ মন বাস করে। আর যখন সুস্থ দেহের প্রসঙ্গ আসে আমাদের মায়েদের নিয়ে, তখন আমাদের চিন্তার গভীরতা আরও বেড়ে যায়। কারণ একজন সুস্থ মা পারে একটি সুস্থ জাতি উপহার দিতে। প্রতিটি মায়ের জন্য সুস্থতা প্রার্থনা করি এবং তাদের সুস্থতা বজায় রাখতে যা যা প্রয়োজন তা নিশ্চিত করবো। সেই অঙ্গীকার নিয়েই আমরা যাত্রা শুরু করেছি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু কিট সরবরাহ ও গর্ভবতী নারীদের আয়রন ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় গর্ভবতী নারীদের জন্য ১ লাখ আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।

ডিসি আরও বলেন, গত ১৯ আগস্ট দুটি আবেদন জেলা প্রশাসনের কাছে আসে। একটি আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলায় প্রায় ১৫ হাজার ২৬৭ জন গর্ভবতী নারী নিবন্ধিত আছেন। তাদের মধ্যে আয়রন ট্যাবলেটের সংকট রয়েছে। দেশের মায়েদের মধ্যে রক্তশূন্যতা একটি বড় সমস্যা। সুস্থ মা-ই পারে সুস্থ শিশু জন্ম দিতে, আর সুস্থ শিশুরাই একটি সুস্থ জাতি গঠন করে। তাই সর্বোচ্চ মানের ওষুধ সরবরাহের চেষ্টা করা হয়েছে।

অন্য একটি আবেদনে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডেঙ্গু পরীক্ষার কিটের চাহিদা জানান। জেলা প্রশাসক বলেন, এর আগেও কিট দেওয়া হয়েছিল। তবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও কিটের প্রয়োজন দেখা দিয়েছে। “আমরা চাই না চিকিৎসার অভাবে কেউ অকালেই প্রাণ হারাক। তাই চাহিদা অনুযায়ী কিট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট