1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

চাঁদাবাজি বন্ধে ডিসির কাছে মহানগর ছাত্রদলের স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নগরীর সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমিতে অবৈধ চাঁদাবাজি বন্ধ ও বৈধ লিজ প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট এ স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উক্ত সড়কসংলগ্ন সরকারি জমির উপর নির্মিত দোকানগুলো থেকে দীর্ঘদিন ধরে চার-পাঁচজন চিহ্নিত ব্যক্তি অবৈধভাবে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। অথচ তাদের কাছে কোনো বৈধ টেন্ডার বা লিজ নেই। এতে দোকান মালিক ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এতে আরও বলা হয়, এসব চাঁদাবাজরা কেবল অর্থ আদায়েই সীমাবদ্ধ নয়, বরং জামতলা ও আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকা- এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি বন্ধ করা গেলে অপরাধমূলক এসব কার্যকলাপও অনেকাংশে কমে আসবে।

ছাত্রদল দাবি জানায়, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারি দোকানগুলোতে বৈধ টেন্ডার বা লিজ প্রদান নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীবসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক জাহিদ হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট