যুগের নারায়ণগঞ্জ:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ১২ নং ওয়ার্ড শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, শতবর্ষ পুরনো এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে সবসময় সেবক হয়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সামনে অনুষ্ঠিতব্য নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল বাদ আসর শহরের চাষাড়া অফিসে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে জোটবদ্ধভাবে প্রার্থী করেছি। এ নিয়ে সমালোচনা হলেও সময়মতো ভোটের সিল মেরে আমরা তাঁকে বিজয়ী করে সংসদে পাঠাব ইনশাআল্লাহ।
তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন নারায়ণগঞ্জ-৫ আসনে চুপ করে আছি। আমি চুপ নই, তবে যেখানে সামান্য ভোটে জয় সম্ভব নয় সেখানে আমরা নির্বাচন করব না। যদি দল আমাকে জোটবদ্ধভাবে ওই আসনে প্রার্থী করে, তবে আমি অবশ্যই লড়াই করব।
মডেল মাসুদকে উদ্দেশ করে তিনি বলেন, “আমার প্রিয় ভাই মাসুদ ‘মেড ইন নারায়ণগঞ্জ’ স্লোগান দিয়েছেন। এ কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু সমালোচনা করছে তারা-ই যারা ‘মেড ইন নারায়ণগঞ্জ’ নয়। মাসুদ ভাইয়ের মতো মানুষ নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য খুব দরকার। নারায়ণগঞ্জের জনগণ যদি তাঁকে পাশে পায়, তবে এমপি হওয়ার দরকার নেই—তিনি একাই সমালোচকদের জবাব দিতে সক্ষম।”
তিনি আরো বলেন, “মাসুদ ভাই, এত সমালোচনার মধ্যেও আপনি যেভাবে ধৈর্য ধরে মুচকি হাসি দিয়ে এড়িয়ে যান, তা সত্যিই বিস্ময়কর। আমরা জানি, আপনাকে ধৈর্য ধরতে মূল জায়গা থেকেই আহ্বান জানানো হয়েছে।”
নারায়ণগঞ্জ-৫ আসন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সহযোদ্ধা, উন্নয়নের কান্ডারী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে যদি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি ঘোষণা দিচ্ছি—আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তাঁর পাশে থাকব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর ১২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আব্দুশ শাকুর।
এ ছাড়া মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, মোঃ শাহিন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা সাজ্জাদ, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচকরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং দেশের চলমান সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় উলামায়ে কেরামের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।