যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রুজিনা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইয়া বাড়ি এলাকায় গোলশানারা বেগমের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। বাদী রুজিনা আক্তার তার স্বামী রাসেল মিয়াকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। মামলায় অভিযুক্ত করা হয়েছে স্থানীয় বাচ্চু মিয়া ও তার ছেলে জুনায়েদসহ ফয়সাল, রমজান ও রোমানকে। আরও ৪-৫ জন অজ্ঞাত আসামিও রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, বাদীর ভাসুর আদিল মাছ ধরতে নিষেধ করলে জুনায়েদ ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরে জুনায়েদ তার সহযোগীদের ডেকে এনে রাসেল মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠি, টর্চলাইট ও ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্ত্রী রুজিনা, জা শিমু ও ভাগ্নি কেয়া আক্তার বাধা দিতে গেলে তারাও আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত