1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ বার নির্বাচন: দ্ধন্ধ নিরসনে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক সমাপ্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে বিএনপিপন্থি দুই প্যানেল—হুমায়ুন-আনোয়ার ও রেজা-গালিব পরিষদের দ্বন্দ্ব নিরসনে বৈঠকে বসেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিট থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ বার ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন কেবল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ রেজা-গালিব প্যানেলের নেতৃবৃন্দ। হুমায়ুন-আনোয়ার প্যানেলের কেউ উপস্থিত হননি। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, গত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে সকলে কমবেশি নির্যাতিত হয়েছেন। তাই আইনজীবী ফোরামের নেতৃত্বে ঐক্য বজায় রাখার বিষয়ে সকলে একমত হয়েছেন। ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। তবে রেজা-গালিব বহিষ্কারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বৈঠকের মাঝেই স্থানীয় নেতারা অভিযোগ করেন, তারা কখনো আওয়ামী লীগ কিংবা ওসমান পরিবারের সঙ্গে আপস করেননি। অথচ তাদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দেওয়া হয়েছে। তাদের মতে, নির্বাচন হচ্ছে বিএনপির পক্ষে।

এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব অভিযোগ করেন, মনোনয়ন ফরম বাণিজ্য ও টাকার বিনিময়ে সিলেকশন করা হচ্ছে। সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা বলেন, বহিষ্কার প্রসঙ্গে কোনো সমাধান না আসলেও তিনি ব্যক্তিগতভাবে এতে উদ্বিগ্ন নন। ফোরাম থেকে বহিষ্কার হলে দলীয় প্রার্থী হিসেবে নয়, একজন আইনজীবী ও বারের সদস্য হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী অ্যাড. সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি প্রার্থী অ্যাড. আনিসদছুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মোমেন, কোষাধ্যক্ষ প্রার্থী অ্যাড. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক প্রার্থী অ্যাড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক প্রার্থী অ্যাড. আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক প্রার্থী অ্যাড. শহীদ সরোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অ্যাড. নার্গিছ পারভীন, সমাজসেবা সম্পাদক প্রার্থী অ্যাড. শাহানাজ পারভীন হীরা, কার্যকরী সদস্য অ্যাড. আর রউফ, অ্যাড. আনওয়ারুল আজিম চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট