1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে তিতাসের অভিযানে বাধা, কর্মকর্তাকে মারধর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে তিতাস গ্যাসের এক কর্মকর্তার উপর হামলা ও সরকারি মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার ভূলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস গ্যাস রূপশী অফিসের পিএলসি উপ-সহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম এ ঘটনায় বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রকৌশলী দ্বীন ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনাব এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লাহর বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় হাবিবুল্লাহ, গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেলসহ ২০-২৫ জন অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে অভিযানের অন্যান্য সদস্যদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

এ সময় তারা দ্বীন ইসলামের আইডি কার্ড, ওয়েল্ডিং মেশিন, ক্যাবল, লোহার পাইপ, রাইজারের মালামালসহ সরকারি কাজে ব্যবহৃত সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ভূলতা ফাঁড়ি পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘থানায় এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট