যুগের নারায়ণগঞ্জ:
অভিন্ন মানদণ্ডের আলোকে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার এ এস আই আবুল কালাম আজাদ।
২০ আগষ্ট (বুধবার) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় সর্ব্বোচ্চ
গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে জেলায় আইনশৃঙ্খলা নিযন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ এস আই আবুল কালাম আজাদ। এর মধ্যে ফতুল্লা মডেল থানার এ এস আই আবুল কালাম আজাদ সর্বাধিক সাফল্য গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিদের আটক করতে সক্ষম হওয়ায় তাঁকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়।
এসময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “একজন পুলিশ অফিসারের দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ। এ এস আই আবুল কালাম আজাদ তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে ফতুল্লা মডেল থানার এ এস আই আবুল কালাম আজাদ বলেন, “এ অর্জন শুধু আমার নয়, ফতুল্লা মডেল থানার প্রত্যেক পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপার মহোদয়ের স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।
সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত