1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা-পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কের বেহাল দশা, গিয়াসউদ্দিনের স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ঢাকা-পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবঞ্চিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। খানাখন্দে ভরা এ সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী, গর্ভবতী নারী ও জটিল রোগীরা বিশেষভাবে ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর এ সড়কে প্রচুর যাত্রী চাপ সৃষ্টি হয়। গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ অবস্থায় সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপির পক্ষ থেকে প্রধান প্রকৌশলী বরাবর সড়ক ও জনপথ বিভাগের তেজগাঁও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি জমা দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা সড়ক বিভাগের আওতাধীন পঞ্চবটি মোড় থেকে কাশিপুর ইউনিয়ন পর্যন্ত সড়কটি বহুদিন ধরে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। দুই বছর আগে কার্পেটিং উঠে যাওয়ায় সর্বত্র খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হয়। এবড়ো-থেবড়ো সড়কটি বর্তমানে কর্দমাক্ত হয়ে পড়েছে, ফলে যানবাহন চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি মানুষের হাঁটাচলাও দুরূহ হয়ে দাঁড়িয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিসিক শিল্প নগরীতে প্রায় তিন থেকে চারশ’ গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কয়েক লাখ শ্রমিক কর্মরত। এখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় কয়েক হাজার কোটি টাকা। তাই জনস্বার্থে অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধানসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট