
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে কোর্ট প্রাঙ্গণে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। শতশত আইনজীবী পেশার আইনজীবীদের নিয়ে ও এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক, এড.মোঃ সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে বিশাল মিছিল বের করে কোর্ট প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন। এড. হুমায়ুন ও এড. আনোয়ার প্রধান নেতৃত্বাধীন নীল প্যানেলের এই প্রচারণা সবার মাঝে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
অন্যদিকে জামায়াতপন্থী আইনজীবীরা সবুজ প্যানেল ঘোষণা করলেও (১৮ আগস্ট) সোমবার তাদের প্রচারণা কার্যক্রমে কৌশলগত সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি-সমর্থিত নীল প্যানেল মাঠপর্যায়ে যেমন শক্তিশালী প্রচারণা চালাচ্ছে, তেমনি কৌশলগতভাবেও তারা অনেকটা এগিয়ে আছে। বিপরীতে সবুজ প্যানেল প্রচারণায় তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে।
নীল প্যানেলের এড. হুমায়ুন ও এড. আনোয়ার আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “ভোটারদের আস্থা ও সমর্থন আমাদের পক্ষে রয়েছে। নির্ভয়ে ও নির্দ্বিধায় প্রচারণা চালাচ্ছি। নির্বাচনে আমরা ব্যাপক ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ।”
ভোটের মাঠে গতি পেয়েছে নীল প্যানেল
নির্বাচনী মাঠে আইনজীবীদের উপস্থিতি ও সমর্থনে নীল প্যানেলের প্রতি আস্থা বেড়েই চলেছে নিরপেক্ষ ভোটারদের। সমর্থকরা মনে করছেন, এই প্রবল দাপটই নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত করবে।
অন্যদিকে সবুজ প্যানেলের চ্যালেঞ্জ
অপরদিকে সবুজ প্যানেল প্রচারণায় এখনো দৃষ্টিক নন্দন করতে কার্যকরভাবে মাঠে নামতে পারেনি। তারা মূলত কৌশলগত কিছু পদক্ষেপ নিলেও বিএনপি প্রার্থীদের নিরবচ্ছিন্ন প্রচারণার সামনে কার্যকর অবস্থান তৈরি করতে পারছে না।
ফলে আইনজীবী মহলে এখন প্রশ্ন একটাই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে শেষ হাসি হাসবে কে? তবে প্রচারণার শক্তি, সমর্থন আর মাঠ দখলে আপাতত নীল প্যানেলই এগিয়ে।
প্রচারণায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নীল প্যানেলের জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ প্রার্থী শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক প্রার্থী রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান, ও অন্যান্য সাধারণ আইনজীবীরা।