যুগের নারায়ণগঞ্জ:
আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গরু নারায়ণগঞ্জের বন্দরে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ১১টি গরু ও ২টি মহিষ উদ্ধার করে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়ার বিশ মাইল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক থেকে গরু ছিনিয়ে নেয়।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর এলাকায় স্থানীয় সুজন কসাই ও সজিব কসাইয়ের নিয়ন্ত্রণে ডাকাতির গরু রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত গরু আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত