যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০-তম জন্মদিন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়ার উদ্যোগে শুক্রবার(১৫ আগষ্ট) বিকেলে ফতুল্লার মাসদাইর জামিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উওর মাসদাইর এতিমখানা ও মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় যুবদল নেতা রফিকুল ইসলাম ভূইয়া বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।