যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে আলোচিত সোহান হত্যা মামলার আসামি সুমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৯(১০)২৪নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বন্দরের ২১নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় গত ২০২৪ সালের ১৩ অক্টোবর প্রতিপক্ষের হামলায় কিশোর সোহান নিহত হন। নিহত সোহান হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। হামলার পেছনে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কাজল ও তার সহযোগীরা রয়েছেন বলে পরিবার দাবি করেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত