1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

ফতুল্লায় পেশাদার ছিনতাইকারী দুর্জয় গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় একাধিক মামলার আসামি, পেশাদার ছিনতাইকারী এবং কিশোর গ্যাং লিডার দুর্জয় (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফতুল্লার দাপা কবরস্থান সড়কের মহিউদ্দিন ওরফে সুমন-এর ছেলে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম কল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দুইটার দিকে শারজাহান রোলিং মিলস্ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুর্জয়কে গ্রেপ্তার করা হয়। তিনি একজন পেশাদার অপরাধী ও ছিনতাইকারী, যার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

জানা যায়, দাপা কবরস্থান রোড, শারজাহান রোলিং মিলস্ বাজার, খাঁ বাড়ী, খোঁজপাড়া এবং আশপাশের এলাকায় দুর্জয়ের নেতৃত্বে বিশাল এক সন্ত্রাসী বাহিনী কার্যক্রম চলে। স্থানীয়রা এই বাহিনীকে “কিশোর গ্যাং” নামে চেনে। এই গ্যাংয়ের সদস্যরা প্রতিদিনই সহিংসতা ঘটায়; বিশেষ করে সন্ধ্যা নামলেই তারা পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট