1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে কোরিয়া সার্ভিস কোম্পানির ৩০ লাখ টাকা ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে কোরিয়া সার্ভিস কোম্পানির ৩০ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বন্দর থানার স্বল্পেরচক এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের সময় কোম্পানির দুই কর্মকর্তার ডাক-চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে টাকা নিয়ে বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২৫), একই এলাকার স্বপন মিয়ার ছেলে কাউসার (১৯) এবং বন্দর কোটপাড়া বউবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে তাইজুল (২৪)।

স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিস কোম্পানির বন্দর শাখার ম্যানেজার আব্দুস সোবহান জানান, তিনি ও হিসাবরক্ষক বোরহান উদ্দিন ব্যাগে করে কোম্পানির ৩০ লাখ টাকা বন্দর খেয়াঘাট সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। স্বল্পেরচক এলাকায় পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে লোহার রড দিয়ে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় তিনজন ধরা পড়লেও বাকিরা টাকা নিয়ে পালিয়ে যায়।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আরিফ বলেন, “তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট