1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গাজীপুরের চান্দনায় চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে পেশাদার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও প্রবীণ সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু। এ সময় বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী, যায় দিন পত্রিকার জি. এম. সুমন, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানা, বর্তমান দেশবাংলার প্রতিনিধি মঞ্জুর আহমেদ মুন্না, স্বাধীন সংবাদের রাসেল ইসলাম জীবন, সিএনএন বাংলার জিহাদ হোসেন, অগ্রবাণী প্রতিদিনের শাহরিয়ার প্রধান ইমন, বাংলাদেশ সমাচারের শেখ সুমন হোসেন, ডান্ডিবার্তার হাসান মুন্না এবং কবি সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী মোমেন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ, আজকের নীরবাংলার প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, ইয়াদ পত্রিকার মেহেদি হাসান রিপন, এনএএন টিভির মেহেদি হাসান প্রান্ত, চ্যানেল জিরোর আকরাম হোসেন, আলোর ধারা টিভির মো. মনির হোসেন এবং অভিনেতা সুবাস চন্দ্র দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট