1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

গণঅভ্যুত্থান দিবসে ফতুল্লায় ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় গণজামায়েত ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম।

তিনি বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরস্মরণীয় দিন। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদ উৎখাতে এ দিনটি এক ঐতিহাসিক মাইলফলক। রক্তে রঞ্জিত এই দিন আমাদের শপথ করায়—স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই এবং ৫ আগস্টের স্মৃতি জনতার ঐক্য, সংহতি ও রক্তের মাধ্যমে অর্জিত বিজয়ের প্রতীক। ক্ষমতার পালাবদল নয়—এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের সমাপ্তি।”

সমাবেশে ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “গণঅভ্যুত্থানে যারা যে অবস্থান থেকে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই, সেই আত্মত্যাগ যেন দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে কাজে লাগে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শাহ জাহান বেপারী, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মাদ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হুসাইনসহ থানা ও ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট