1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের অভিযোগে পলাতক সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক এবং তার সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ শহরের ১৪নং ওয়ার্ডের বাসিন্দারা।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শহরের ১৪নং ওয়ার্ডের ১৮৫/০১ বি.বি. রোডে তাদের পৈতৃক ২৭ শতাংশ জমির ওপর পাঁচতলা বাড়ি থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে নিজেদের ঘরে ফিরতে পারছেন না। সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল হক, খোরশেদ আলম, মোরশেদ আলম বাবু ও আরিফুর রহমান গং ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক সেই বসতভিটা দখল করে নিয়েছেন।

তারা আরও বলেন, পূর্ব আওয়ামী লীগ আমলে ডিআইজি পদে থেকে গাজী মোজাম্মেল হক ভূমিদস্যুতা, রাজনৈতিক দমন-পীড়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংস ভূমিকার মাধ্যমে নানা অপকর্মে জড়িত ছিলেন। তারা ভুক্তভোগী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করে হত্যার হুমকিও দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে দুটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বিচারাধীন থাকা সত্ত্বেও তারা বাড়িতে ফিরতে পারছেন না। বরং প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও জিডির মাধ্যমে নানা হয়রানি করে আসছে।

মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১১, সেনাবাহিনী ও গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা আমাদের পৈতৃক বসতভিটা ফিরে পেতে চাই। ভূমিদস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করুন।”

এসময় উপস্থিত ছিলেন মৃত হাফিজুর রহমান ভূঁইয়া চাঁন মিয়ার পুত্র মোমেনুর রহমান, আমিনুর রহমান, মামুনুর রহমান, কন্যা শামীমা কামাল রানী, ফাতেমা ইয়াসমিনসহ পরিবারের অন্যান্য সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ক্রীড়া সম্পাদক মো. রানা ও এলাকার বহু সাধারণ মানুষ।

উল্লেখ্য, গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার, স্ত্রীর ও সন্তানের নামে থাকা ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট