1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই আন্দোলন-মুনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আকাক্সক্ষা থেকেই শুরু হয়েছিল অভ্যুত্থানের যাত্রা। ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হয়, কিন্তু তার পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর পতন হয়নি। আজ আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়ছি, অধিকার ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”

তিনি আরও বলেন, “এক বছর পার হলেও এখনো সরকার গণহত্যার বিচার সম্পন্ন করতে পারেনি। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি এবং আহত ও শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেয়নি। এটি প্রমাণ করে যে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মানসিকতা ও নীতিতে চলছে তা জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও আকাক্সক্ষার সম্পূর্ণ পরিপন্থী।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ। আজ যারা এর বিপরীত পথে হাঁটছে, তারা মূলত পুরনো শোষণব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চাইছে- যার প্রতিফলন সমাজের সর্বস্তরে দৃশ্যমান।”

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগঠিত করেছে এবং আগামীতেও দেশের সকল গণতান্ত্রিক লড়াইয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাবে।’

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, ফতুল্লার সংগঠক সিয়াম সরকার ও সদস্য মেহেরাবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট