1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

বন্দরে ৭২ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা থেকে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারীর মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. ইমরান (৩৪) এবং নরসিংদীর রায়পুরার চরমধুয়া এলাকার আহসানুল্লাহর ছেলে মো. আসাদুল্লাহ (১৯)। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. সোহেল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে আনছিল। মাদক পরিবহনের সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা ধরণের কৌশল গ্রহণ করেছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সাথে জড়িত। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখে। তাদের মধ্যে মো. ইমরান প্রাইভেটকারটির চালক এবং আসাদুল্লাহ যাত্রী হিসেবে থাকলেও মূল উদ্দেশ্য ছিল মাদক সরবরাহ করা।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট