
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্না আক্তার (২০) নামে এক সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার ( ৫ আগষ্ট) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকায় তার বসত ঘর থেকে ঘাড় ভাঙ্গা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আন্না আক্তার একই গ্রামের সৌদী প্রবাসি আরিফের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে, আন্নাকে পারিবারিক কলহের জের ধরে তার শ্বাশুড়ী, চাচা শশুর এবং ননদ সহ পরিবারের অন্যান্যরা পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে গেছে।
নিহতের মা কুলসুম জানান, সোমবার সন্ধ্যায় শ্বাশুড়ী হাসনারা, ননদ সনি আক্তার এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার সঙ্গে আন্নার তুমুল ঝগড়া হয়। পরে রাতের কোনও এক সময়ে আন্নাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
নিহতের মা আরো জানান, আন্নার শ্বশুর সুরুজ মিয়া ও কাতার প্রবাসে থাকেন। এই সুযোগে তার শ্বাশুড়ী হাসনারা এবং চাচা শশুর ফিরোজ মিয়ার মধ্যে পরকিয়ার সম্পর্ক চলছিল। তাদের পরকিয়ায় বাধ সাধে পুত্র বধূ আন্না আক্তার। এর জের ধরে পরিবারের সবাই মিলে আন্নাকে হত্যা করেছে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে।
নিহত আন্না আক্তার উপজেলার মারুয়াদী গ্রামের রোমানের কন্যা। ৫ বছর আগে তাকে বিয়ে করে সংসারে রেখে স্বামী আরিফ সৌদী প্রবাসে যায়। এর আগে বছর দুয়েক আগে ছুটিতে বাড়ী এসেছিলেন স্বামী আরিফ।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে হত্যা মামলা গ্রহণ করা হবে।