যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।
রোববার (৩ আগস্ট) দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকালে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নদী আক্তার (৩০)। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং রবিউলের ছোট ভাইয়ের স্ত্রী।
ওসি লিয়াকত আলী বলেন, রবিউল হাসান আবির নিজেই থানায় এসে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল চাকু দিয়ে নদীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।