1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজারে ডিবি পরিচয়ে অপহরণ: ৭ ঘণ্টা পর উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায় (৪৮) কে অপহরণের সাত ঘণ্টা পর রূপগঞ্জের তারাব এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, ডিবি ও র‍্যাবের একটি যৌথ টিম।

দুলাল রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক এবং শালমদী বাজার এলাকার বাসিন্দা।

শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শ্রীনিবাসদী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে কালো রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। কিছুক্ষণ পর দুলাল রায়ের মোবাইল ফোন থেকে তার স্ত্রী প্রতিমা রানী কে কল দিয়ে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পরপরই দুলালের স্ত্রী আড়াইহাজার থানায় বিষয়টি জানালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর নির্দেশে অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানা ও সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম এর নেতৃত্বে পুলিশ, ডিবি ও র‌্যাবের একটি যৌথ দল রূপগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অবশেষে রাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা দুলাল রায়কে রূপগঞ্জের তারাব এলাকার একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট