যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ ভিতর পাকাপুল এলাকায় অবস্থিত মাদক ব্যবসায়ী সেলিমের নিজ বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সেলিম উক্ত এলাকার মৃত জুলফিকার মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনা করা ফতুল্লা মডেল থানার এ এস আই আবুল কালাম আজাদ।
এ এস আই আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ ভিতর পাকাপুল এলাকায় অবস্থিত মাদক ব্যবসায়ী সেলিমের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেলিমের বসতঘর তল্লাশি করে ৭০ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট নিজের বলে স্বীকার করেছেন এবং জব্দকৃত অর্থ মাদক বেচাকেনার বলেও সাংবাদিকদের সামনে তা নিশ্চিত করেছেন।
ফতুল্লা মডেল থানার (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত