1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালিশচাপা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

নিহত শোভা আক্তার (১৯) ওই এলাকার আলাউদ্দিনের মেয়ে। তিনি চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন একই উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের মোহাম্মদ রায়হানকে। তাদের দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান বেকার থাকায় দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। মঙ্গলবার রাতে ও বুধবার সকালেও দু’জনের মধ্যে ঝগড়া হয়। পরদিন দুপুরে বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে থাকায় শোভা ঘরে একা ছিলেন। এ সুযোগে রায়হান ঘুমন্ত স্ত্রীর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

শোভার মা মানছুরা বেগম বলেন, ‘দুপুরে মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি আড়ার সঙ্গে ঝুলছে। পরে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই রায়হান অলস জীবনযাপন করত, কোনো কাজ করত না। শোভার উপার্জনেই চলতো সংসার। রায়হান প্রায়ই শোভাকে মারধর করত। মঙ্গলবার এবং বুধবারও ঝগড়া হয়েছিল।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ডাক্তার শ্বাসরোধের আলামত পাওয়ার কথা জানিয়েছেন।’

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট