যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে মারধর করে হত্যার অভিযোগে স্থানীয় ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলো- আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকা-ের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদেরকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।’
আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, “নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকা-ের নির্মম ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় বিএনপি অত্যন্ত মর্মাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।