1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে প্রাণ গেল সহোদরের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতেই আমাদের প্রচেষ্টা-এসপি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ ত্রয়োদশ সাংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরন নারায়ণগঞ্জে বহিরাগতদের নিয়ন্ত্রনে বিএনপির কতৃত্ব! বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা!

ব্যর্থ কাউন্সিলর খোরশেদ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা যেন ব্যর্থ নগরী! শহরের রয়েছে নানা রকম নানা সমস্যা। জলাবদ্ধতা তার মধ্যে এক অন্যতম বড় সমস্যা। নারায়ণগঞ্জের ডিসি ও সিটি কর্পোরেশনের প্রশাসক জলাবদ্ধতা নিরসন দেখিয়েছেন চরম ব্যর্থতা। শহরে অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে। নগরীর ১৩ নম্বর ওয়ার্ড হলো মাসদাইদের আংশিক, গলাচিপা, কলেজ রোড, বি বি রোড ও আমলাপাড়া কিছু অংশ নিয়ে। এই ওয়ার্ডের কাউন্সিলর হলেন করোনা যোদ্ধা ও করোনা বীর খোরশেদ। করোনা মহামারীর সময় তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা করেগেছেন। কিন্তু কাউন্সিলর হিসেবে তার সকল দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বলে তার ওয়ার্ডবাসী দাবি করেছেন! ১৩ নং ওয়ার্ডের বাসিন্দারা তাকে বারবার নির্বাচিত করলেও তিনি তাদেরকে সেবা দিতে চরমভাবে ব্যর্থ বলেও ১৩ নং ওয়ার্ডবাসী এমনটাই ক্ষোভ ঝাড়েন।

জানা যায়, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি তার এলাকর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, ময়না আবর্জনা পরিষ্কার, মাদকমুক্ত সমাজ গঠনসহ প্রায় সকল ক্ষেত্রেই ব্যর্থতার এক চরম দৃষ্টান্ত তৈরি করেছেন! নগরীতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয় এই ১৩নং ওয়ার্ডে। নারায়ণগঞ্জের মাসদাইরে বেগম রোকেয়া স্কুলের সামনে বছরে প্রায় বেশিরভাগ সময়ই পানি জমে থাকে। নগরীর গলাচিপা এলাকারও একই অবস্থা। এভাবে নগরীর প্রধান সড়ক বিবি রোডে সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার দুর্বিসহ অবস্থায় চরম বিপাকে পড়তে হয় ওয়ার্ড বাসীদের।

১৩ নং ওয়ার্ডের স্থানীয় এক বাসিন্দা তার ক্ষোভ থেকে বলেন,তিনবার খোরশেদরে ভোট দিয়া জিতাইছি। কিন্তু কোন কামের কাম সে করে নাই। প্রায় ১২ বছর কাউন্সিলর থাকার পরও এ ওয়ার্ডের প্রধান সমস্যা
জলাবদ্ধতা নিরসনে কোন কাজ করে নাই। শহরের অন্যান্য জায়গা পানি জমলেও অর ওয়ার্ডের মত পানি অন্য কোথায়ও জমে না। বেগম রোকেয়া এলাকায় এক বোতল পানি হালাইলে ওই পানি উনেই জইমা থাকে।

তিনি আরো বলেন, যদিও মাসদাইর বাজারে রাস্তা কাটছে সড়ক উন্নয়ন ও ড্রেনের জন্য। কিন্তু যেই ধীরগতিতে কাজ এগুচ্ছে একমাত্র আল্লাহই জানেন কত সময় লাগায়। তার উপর এই বৃষ্টির সময় মানুষকে ভোগাইতে এই সময় কাম শুর করছে। খোরশেদ এক চরম ব্যর্থ কাউন্সিল বলে তার ক্ষোভের প্রকাশ করেন তিনি।

পথচারীর নানা অভিযোগ এর সত্যতা পাওয়া যায়। সড়কের ড্রেন উন্নয়নের মাধ্যমে। এখন দেখার বিষয় জলাবদ্ধতা নিরসন হয় নাকি এই ওয়ার্ডের?? এ ওয়ার্ডবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কতটুকু ভূমিকা রাখতে পারেন??

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট