যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার ফুলহর এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে বিল্লাল (২৪), একই এলাকার ফজলুল হক মিয়ার ছেলে ফয়সাল (২৮) ও নেহাল সরদারেরবাগ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রুবেল (২৬)।
ধামগড় ফাঁড়ির পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত