যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু'র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) শিবু মার্কেট বাইতুল আমান জামে মসজিদে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই দোয়া অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং স্কুলের অনেক ছোট বাচ্চা মারা গেছে। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, গত ২২ জুলাই মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা গভীরভাবে শোকাহত। যারা মৃত্যুবরণ করেছে তারা শহিদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।
তিনি আরো বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নিহতদের প্রতি সম্মান ও আহতদের প্রতি সহানুভূতি দেখানো মানবিক দায়িত্ব। আমরা যে যার অবস্থানে থাকি না কেন, সকলের অবস্থান থেকে বিমান দুঘর্টনায় আহতদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত