1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

রূপগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদন না থাকা সত্ত্বেও পরিচালিত বিভিন্ন আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনটি আবাসন প্রকল্পের পাকা অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয় এবং ছয়জনকে আটক করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা তাছবীর হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, “কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি, কুসাবো, ভোলাবো ও দাউদপুরসহ বেশ কয়েকটি এলাকায় অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। এসব প্রকল্পে বালু ভরাট, কৃষিজমি গভীর খনন ও ভুয়া দালিলিক কৌশলের মাধ্যমে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।”

তিনি আরও বলেন, “ইস্ট উড সিটি নামে একটি আবাসন প্রকল্প সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করেছে। এতে আশপাশের সাতটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।”

বিশেষ করে, অভিযানের প্রথম দিন রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি, ইউএস-বাংলা ও বেস্টওয়ে সিটিসহ ছয়টি আবাসন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি ও বেস্টওয়ে সিটিকে সিলগালা করে দেওয়া হয় এবং তাদের অফিস ভবন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।

এছাড়া অনুমোদনবিহীন ও প্রতারণামূলক কার্যক্রমে নিয়োজিত ছয়জনকে আটক করা হয়েছে।

অভিযান চলমান থাকবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট