1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বন্দরে ছাত্রী ধর্ষনের চেষ্টা ঘটনায় আটক নাইটগার্ডকে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ফুল ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী (৯)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনায় উত্তেজিত জনতা সামছুল হক (৬৮) নামে এক লম্পট নাইটগার্ডকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত লম্পট নাইটগার্ড সামছুল হক বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে চর ঘারমোড়াস্থ প্রভাতি আধুনিক শিশু শিক্ষালয়ে নাইটগার্ডের দায়িত্ব পালন করে আসছিল। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এ ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা আটককৃত লম্পটকে ওই দিন বিকেল ৫টায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বিশ্ব নবী ইসলামিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী (৯) বেলা সাড়ে ১১টায় সময় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতী আধুনিক শিশু শিক্ষালয়ের সামনে আসে ফুল নেওয়ার জন্য। পরে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের লম্পট নাইটগার্ড সামছুল হক ক্ষুদে শিক্ষার্থীকে টাকা ও ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিতরে ডেকে এনে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী চিৎকারের শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লম্পট নাইটগার্ডকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আটককৃতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট