1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে দুই দিনব্যাপী ‘৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ২৩ ও ২৪ জুলাই কলেজ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাশফাকুর রহমান। মেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।

মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, AFEAHRD এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইউনিসেফ লিডারশিপ প্রোগ্রামের ট্রেইনার অধ্যাপক ড. ফারজানা আলম, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মেলায় প্রথম স্থান অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করে এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল, যারা Smart School’ ওStudent Assistant AI ROBOT’ শীর্ষক দুটি প্রকল্প উপস্থাপন করে। এই প্রকল্পগুলোর নেতৃত্ব দেন বিজ্ঞান শিক্ষক মুহাম্মদ আল-আমিন। ছয় সদস্যের দলের নেতৃত্বে ছিলেন মো. তাসফিক আহমেদ, অন্য সদস্যরা হলেন রাইয়ান শেখ, ঈশান মাহমুদ, ইয়ামিন হোসেন, মো. তামিম ও সালমান আহমেদ সিয়াম।

প্রতিষ্ঠানটির সভাপতি এস.এম. আসলাম এবং প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট