1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

সোনারগাঁও থেকে ডাকাত বাবুল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তেল ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের প্রধান মো. বাবুল হোসেন (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সোনারগাঁও থানাধীন মেঘনা ইকোনোমিক জোন এলাকায় র‍্যাব-১১’র একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত বাবুল হোসেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

র‍্যাব জানায়, চলতি বছরের মে ও জুন মাসে গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুরের ভাঙ্গা ও টাঙ্গাইলে তিনটি ভোজ্যতেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় বাবুল নেতৃত্ব দিয়েছেন। এসব ডাকাতির মাধ্যমে কোটি টাকার তেল ছিনতাই করে চক্রটি সেগুলো অবৈধভাবে বিক্রি করে আসছিল।

আরও জানায়, ১১ মে রাতে রূপগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া পুষ্টি ওয়েলের ৬০ ড্রাম তেলবাহী ট্রাক কাশিয়ানী উপজেলায় ডাকাতির শিকার হয়। ২১ মে রাতে ভাঙ্গা এলাকায় আরেকটি ট্রাক থেকে ৭৫ ব্যারেল সয়াবিন তেল ডাকাতি করা হয়। ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে নাটোরগামী ট্রাকটি টাঙ্গাইলের চরভাবনা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ৭৫ ড্রাম পামওয়েল ছিনিয়ে নেয়।

তদন্তে নামা আইনশৃঙ্খলা বাহিনী তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযানে ডাকাতদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে এবং তাকে ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট