যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জেলায় যোগদানের ছয় মাস পূর্তি উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সামনে নিজেই হাজির হয়ে তার কর্মকাণ্ড সম্পর্কে জানান দিলেন। তার এই আয়োজনকে সম্পূর্ণ ব্যতিক্রমী উল্লেখ করে জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, আমি আমার সাংবাদিকতার দীর্ঘ জীবনে দেখিনি কোনো জেলা প্রশাসক নিজে থেকে এমন মিট দ্যা প্রেস আয়োজন করে নিজের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছেন।
জেলা প্রশাসককে একজন জনবান্ধব অফিসার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই জেলা প্রশাসক তার স্পেসের বাইরে গিয়েও জেলাবাসীর উন্নয়নে অনেক কাজ করছেন।
এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিও প্রশংসা করে বলেন, এক লাখ গাছ লাগানো, ময়লা আবর্জনা পরিষ্কার করা একজন জেলা প্রশাসকের সরকারি কাজ না। কিন্তু উনি উপযাজক হয়েই এইগুলো করছেন। উনি এই ছয় মাসেই উনার যে ভালো ইনটেনশন আছে সেটা প্রমাণ করেছেন উল্লেখ করে আফজাল হোসেন পন্টি আরও বলেন, উনার এই ধরনের ভালো সামাজিক কাজের কারণে পরবর্তীতে যারা এই জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে আসবেন তাদের ওপরেও একটা চাপ সৃষ্টি হবে।
এদিকে যানজটকে নারায়ণগঞ্জ জেলার প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে এই সমস্যার স্থায়ী সমাধানে সাংবাদিকদের সহয়তা কামনা করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দায়িত্ব পালনে তাকে সার্বিক সহয়তার জন্য।
জেলার অভিভাবক হিসেবে স্থানীয় সাংবাদিকগণ জেলা প্রশাসককে বিভিন্ন পরামর্শ দেন। তিনি তাদের প্রতিটি মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় নোট নেন।
অনুষ্ঠানের শুরুতেই তিনি বিগত ছয় মাসে নারায়ণগঞ্জের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। জেলা প্রশাসক তার গৃহীত 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মসূচির স্লোগান-সমৃদ্ধ টোকেন উপহার হিসেবে তুলে দেন।
জেলা প্রশাসক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত ছয় মাসে রুটিন কাজের বাইরে সম্পন্ন হওয়া জনগুরুত্বপূর্ণ কাজগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
তিনি এ সময় বাংলাদেশে সব জেলার আগে নারায়ণগনঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা উল্লেখ করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত