যুগের নারায়ণগঞ্জ:
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিদ্ধিরগঞ্জের শহীদ সৈয়দ মোস্তফা কামাল রাজু ও শহীদ সুমাইয়া আক্তার এর শিশু সন্তান সোয়াইব-এর খোঁজ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারী সরকারের গুলিতে সাধারণ মানুষের নির্মম হত্যাকাণ্ড ইতিহাসে কলঙ্কজনক। শহীদদের রক্ত আর আম্মাদের চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, “শহীদ সুমাইয়ার শিশু সন্তান সোয়াইবের দায়িত্ব জামায়াতে ইসলামী শুরু থেকেই নিয়েছে এবং এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আব্দুল গফুর, থানা সেক্রেটারি সা'দ আহমেদ, জামায়াত নেতা আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত