1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৩ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনা উৎপাদন চলছিল সোনারগাঁয়ে। কিন্তু এবার আর রেহাই পেল না এসব অবৈধ কারখানা। রবিবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নির্দেশে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তিনটি চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, পরিবেশের জন্য ক্ষতিকর এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিল কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানের মধ্য দিয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের প্রতি কঠোর বার্তা দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান আরও বলেন, “এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

অভিযান চলাকালে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট