যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর এক গ্রেপ্তার অভিযানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ৪টি হত্যা মামলা এবং ৫টি হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়ভাবে খোকন যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে এই খোকন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে। আমরা ইতোমধ্যে তাকে আদালতে প্রেরণ করেছি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত