যুগের নারায়ণগঞ্জ:
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবকদল।
শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে শুরু করে নিরবিচ্ছিন্নভাবে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লাসহ আশে পাশের এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক নাজমুল হাসান বাবুসহ স্থানীয় নেতা-কর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু'র উদ্যোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় ফলজ গাছ রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। আর এ কর্মসূচী টাকা ১ মাস চলমান থাকবে।
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরো বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রকৃতি আজ হুমকির মুখে। বৃক্ষহীনতা এর অন্যতম কারণ। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে এখনই সময় ব্যাপক বৃক্ষরোপণের। ‘সচেতনতা তৈরি করে যদি সবাই এ কর্মসূচিতে অংশ নেয়, তাহলে একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাসব্যাপি কর্মসূচী অব্যাহত থাকবে। পরিশেষে তিনি আরো বলে, আমরা তরুণ আমাদের ইচ্ছা শক্তি থাকলেই পারবো দেশ ও জাতিকে উন্মতির উচ্চ শিখরে পৌছাতে।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ, নাছির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন আহম্মদ, সাগর, সাঈফ সানাল, উজ্জল, সাখায়ত হোসেন, রাজু, শামীম, সজিব, স্বপন, সাকিব, আনিচ, ফারুক আহমেদ, শাকিল মোল্লা, জুম্মন আহমেদ, আলিম ইসলাম, রিপন কুমার, ফেরদাউস আহমেদ, রাজ আহমেদ, সৌরভ আকাশ, মাসুম খান, ফয়সাল, সোহেল, শিহান, মোঃ রিফাত, মোঃ আরমান, মোঃ সজীব, মোঃ হৃদয়, মোঃ শাহাদাত মোঃ পারভেজ মোঃ জুয়েল আতাউর, সাকিব, সহ আরো শতাধিক নেতাকর্মী।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত