1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

স্ত্রীসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা গাজীর, সম্পদ জব্দের নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট ৩০ কোটি ৮৬ লাখ টাকার অস্থাবর সম্পদ এবং ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ সংক্রান্ত আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি অবৈধ সম্পদ বিক্রির চেষ্টা করছেন এবং বিদেশ পালিয়ে যেতে পারেন—এমন তথ্য তদন্তে উঠে এসেছে।

রাষ্ট্রীয় স্বার্থ ও মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

গত বছরের ২৫ অগাস্টে ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট