1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে সড়কবাতি না জ্বালানো এবং ব্রিজের সংযোগস্থলে রাবার খসে পড়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। এতে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। এসব সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা সামাজিক সংগঠন “শান্তি সংঘ ফাউন্ডেশন” এর উদ্যোগে ডেমরা-সিলেট সড়কের তারাবো এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যার পর থেকে সড়কটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পর্যাপ্ত আলো না থাকায় চালকরা গাড়ির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। এরই মধ্যে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

তারা বলেন, ডেমরা ব্রিজের সংযোগস্থলে রাবার খসে পড়ায় প্রতিটি গাড়ি ওঠানামার সময় ঝাঁকি খায়। এতে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হন। এছাড়া সড়কটির বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দ ও অবৈধ ট্রাক পার্কিং—যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

মানববন্ধনে বক্তারা পাঁচ দফা দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দাবিগুলো হল, ১. সড়ক বাতিগুলো দ্রুত মেরামত করে প্রতিদিন নিয়মিত জ্বালাতে হবে। ২. সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ৩. ব্রিজের সংযোগস্থলে খসে পড়া রাবার পুনঃস্থাপন করতে হবে। ৪. সড়কের ওপর থেকে অবৈধ ট্রাক পার্কিং বন্ধ করতে হবে। ৫. সড়কের বিভিন্ন অংশে থাকা খানাখন্দ দ্রুত সংস্কার করতে হবে

মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তি সংঘ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম, আলিফ, আব্দুল্লাহ, আলী আসরাফ, জাবের, সাব্বির, শান্ত, রাসেল, আমিনুল ও জহিরুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট