1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

গণসংহতি আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় শুক্রবার (৪ জুলাই) সকালে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলাইল অক্সফোর্ডিয়ান স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. সাইদুল ইসলাম সাইদ ও ডা. ইয়াসিন ফাহিদ।

ক্যাম্পে আগতদের মাঝে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “চিকিৎসা একটি মৌলিক অধিকার হলেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও এই অধিকার থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিয়ে মানুষের অসন্তোষ আছে। সেখানে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা প্রায় অপ্রতুল। আমরা চেষ্টা করছি শ্রমিক অধ্যুষিত ও নিম্নবিত্ত এলাকায় এই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে যেসব অঞ্চল ঘনবসতিপূর্ণ ও রোগ-ব্যাধিতে বেশি আক্রান্ত, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, নারী সংহতির জেলা আহ্বায়ক নাজমা বেগম, জেলা প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আবদুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূর, সংগঠক সিয়াম সরকার, ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক কমিটির সভাপতি মো. মাহাদী হাসান, স্বপ্নীল শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট